Best Income

Friday, October 17, 2014

[ দাদীমার গল্প ] না দেখলে মিছ করবেন !

কোর্ট এ একটা কেস চলতেছে। সাক্ষী এর কাঠগড়ায় দাড়িয়ে আছেন এক দাদীমা। তার বয়স অনেক, সাদা চুল, মুখে ফলসে দাঁত, হাই পাওয়ার চশমা। যাই হোক, বাদী পক্ষের উকিল এগিয়ে এলেন দাদিমার দিকে।

উকিলঃ আচ্ছা দাদীমা, আপনি আমারে চেনেন?

দাদীমাঃ চিনি না মানে? বিলক্ষণ চিনি। তোমারে তো আমি লেংটা হইয়া ঘুরে বেরাইতে দেখছি। কিন্তু মোতালেব, তুমি তো জীবনে কিছু করবার পারলা না। তুমি মিছা কথা কও। তোমার সুন্দরী বউ থাকতে অন্য মাইয়ার পিছনে ঘুর ঘুর কর। লোকেরে উল্টা বুঝাও, সবাইরে ঠকাও, আর পিছনে লোকের বদনাম কর । তুমি মনে কর তুমি নিজেরে মনে কর রাঘব বোয়াল ! আসলে তুমি একটা পুঁটি মাছও না ! আমি তোমারে অবশ্যই চিনি

উকিল এই শুইন্যা পুরা ঘাবড়ায় গেলেন। গোটা কোর্টের লোকজনও একদম হা হইয়া গেছে। কী করবে বুঝতে না পাইরা এইবার উকিল আসামি পক্ষের উকিলরে দেখায় বললেন,

উকিলঃ দাদীমা, আপনি কী ওরে চেনেন?

দাদীমাঃ আরে, আসলাম না? ওরে কেন চিনুম না। আমার যখন বিয়া হয় তখন ওই বেটা দুধের শিশু। ছোটবেলায় তো বেশ ভালই আছিল। বড় হইয়া হইল একটা অলস, অকর্মার ধারী। আবার শুনি রোজ রোজ মদ খাওয়া শুরু করছে। কারও সাথে ঠিকঠাক কথা কইবার পারে না। এই জেলার সবথিকা বাজে উকিল হইল ওই আসলাম।
ওঃ বলতে ভুইলা গেছিলাম, এ আবার তিনটা পরকীয়া প্রেম করছে। তার একটা তোমার বউ এর লগে।

এই কথা শুইন্যা আসলাম উকিল কোর্টের মধ্যে অজ্ঞান হয়া গেলেন। এইবার বিচারক বললেন,

বিচারকঃ “মোতালেব মিয়াঁ, আপনি সীট এ যায়া বসেন। আর যদি মুর্খের মত প্রশ্ন করছেন যে উনি আমারে চেনে কিনা, আপনারে আমি ফাঁসিতে ঝোলামু।





টিউনার:- জাওরা হারাম জাদা !


আন্ড্রয়েড এর কিছু কোড জেনে নিন - Some Importent Code For Android Phone !

*#*#7780#*#*
factory data reset

*2767*3855#
factory format

*#*#34971539#*# *
get information about phone
camera


*#*#7594#*#*
End Call / Power

*#*#273283*255* 66328­
2*#*#*
File copy screen where you can
backup your media files


*#*#197328640#* #*
Service mode

*#*#232339#*#* OR
*#*#526#*#* OR *#*#528#*#* -

WLAN test (Use "Menu" button to
start various tests)


*#*#232338#*#*
Shows WiFi MAC address


*#*#1472365#*#*
GPS test


*#*#1575#*#*
Another GPS test


*#*#232331#*#*
Bluetooth test


*#*#232337#*#
Shows Bluetooth device address

ফায়ারফক্সেই বাংলা লিখুন, শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড দিয়ে !

শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড বা শাব্দিক লাইট ব্যবহার করে ফায়ারফক্সে সরাসরি ইউনিকোড ভিত্তিক বাংলা লিখতে পারবেন। তিনটি ফোনেটিক ( শাব্দিক, অভ্র, সামহোয়্যারইন ) ও তিনটি প্রচলিত ( ইউনিজয়, জাতীয়, মুনির ) সহ মোট ৬ টি কীবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখা যাবে আপনার প্রিয় ফায়ারফক্সে থেকেই।
শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট হওয়ার পর ফায়ারফক্স উইন্ডোর নিচে ডান দিকে স্ট্যাটাস বারে শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ডর একটা নিস্ক্রিয় আইকন দেখতে পাবেন। এই আইকনের উপর রাইট ক্লিক করে পছন্দের কীবোর্ড লেআউট নির্বাচন করে ওয়েব পেইজের যে কোন ফরম এলিমেন্টে বাংলা লেখতে পারবেন।
sabdik-01.png sabdik-02.png
এছাড়া যে কোন সময় রাইট বাটন ক্লিক করে Sabdik Universal keyboard কনটেক্স মেনু থেকে কীবোর্ড লেআউট পরিবর্তন করার অপশন পেয়ে যাবেন। আর বাংলা - ইংরেজি টোগল করার জন্য shift কী দুইবার চাপতে হবে।
sabdik-10.png
শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড ব্যবহার করে গুগলে সরাসরি বাংলায় সার্চ করার জন্য রয়েছে শাব্দিক টুলবার।
sabdik-06.png
আপনার পছন্দের কীবোর্ড নির্বাচন থাকা অবস্থায় টুলবারের সার্চ বক্সে বাংলা কীওয়ার্ডস লিখে সার্চ দিলেই হলো।
sabdik-08.png
শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ডে ডিফল্টভাবে শাব্দিক কীবোর্ড নির্বাচন করা থাকে। আপনার পছন্দের কীবোর্ড লেআউট ডিফল্ড করতে স্ট্যাটাস বারের আইকনে ডাবল ক্লিক করুন। নতুন যে উইন্ডোটি পাবেন সেখান থেকে Prefered Layout অপশন থেকে আপনার পছন্দের কীবোর্ড লেআউটটি ডিফল্ড করে দিতে পারবেন।
sabdik-03.png
এছাড়া এই উইন্ডোটির ট্যাব গুলোতে ক্লিক করে বিভিন্ন কীবোর্ডর লেআউট ম্যাপ দেখতে পাবেন।
sabdik-04.png sabdik-05.png
অফলাইনে বাংলা লেখার জন্য শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড এ যুক্ত হয়েছে একটি টাইপিং প্যাড। একটি আসলে কিছুই না শুধু একটি Textarea মাত্র। এর সুবিধা হচ্ছে যে কোন সময় টুলবার থেকে Sabdik Pad বাটনে ক্লিক করে Textarea টিতে বাংলা লিখে প্রয়োজন মত জায়গায় পেস্ট করা যায়।
sabdik-09.png
শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ডর যে ফিচারটি আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে সেটি হলো, বাংলা কীবোর্ড নির্বাচন থাকা অবস্থায় যে টেক্সবক্স বা টেক্সএরিয়া এর উপর আপনার কার্সার ফোকাস থাকবে তার চারপাশে একটি কমলা রঙের ডেস বর্ডার দেখা যাবে। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বাংলা কীবোর্ড অন আছে।
sabdik-11.png

যে সব ত্রুটি আমার চোখে পড়েছে

  • সবচেয়ে বড় ত্রুটিটি হচ্ছে এখানে যে ইউনিজয় লেআউটটি ব্যবহার হয়েছে তাতে ctrl কী এর সাথে অন্যান্য কী চেপে স্বরবর্ণ লেখতে হয় ( 3rd লেয়ার বর্ণ হিসেবে ) কিন্তু অধিকাংশ ( প্রায় সব ) ব্যবহারকারি বিজয় লেআউট ব্যবহার করে ইউনিকোড লিখতে হসন্ত কী এর সাথে কার’ কী গুলো চেপে স্বরবর্ণ লিখে অভস্ত, যেটা ‘একুশে স্বাধীনতার’ ইউনিজয় লেআউটে পাওয় যায় এবং আমার জানা মতে এটাই প্রকৃত ইউনিজয় লেআউট। প্রায় সব বিজয় লেআউট ব্যবহারকারি এভাবেই ( হসন্ত কী চেপে ) ইউনিকোড বাংলা লেখে। বর্তমান ইউনিজয় লেআউটটি বাদ দিয়ে অবশ্যই প্রকৃত ও বহুল প্রচলিত ইউনিজয় লেআউটটি যুক্ত করতে হবে। আর তা হলে এই এক্সটেনশনটটি ইউনিজয় লেআউট ব্যবহারকারিদের কোন উপকারেই আসবে। যেমনটি আমার আসছে না।
  • অপশন পেইজে ও টুলবারে ডিকশনারি অন অফ করার একটা অপশন রয়েছে যেটা খুব সম্ভব কাজ করে না।
  • শুধুমাত্র শাব্দিক লেআইডটি ctrl+alt+S হট কি রয়েছে। অন্য বাংলা কি বোর্ড লেআউটের জন্য কোন হট কি নেই।
  • ইউনিজয় ও জাতীয় কীবোর্ডে 3rd লেয়ার বর্ণ গুলো ctrl চেপে লিখতে হয়। এ কারণে ইউনিজয় ও জাতীয় কীবোর্ড সক্রিয় থাকা অবস্থায় ctrl+v চেপে কোন লেখা পেস্ট করা যায় না।

যে সব ফিচার যুক্ত হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে

  • লাইভ কীবোর্ড লেআউট গাইড
  • বাংলা স্পেল চেকার
  • বাংলা কীবোর্ড গুলোর জন্য পরিবর্তন যোগ্য হটকী প্রয়োজন। তা না হলে যাদের ফায়ারফক্সে অন্যান্য এক্সটেনশন ইন্সটল করা আছে সেগুলোর সাথে কনফ্লিক্ট করার সম্ভাবনা রয়ে যাবে। এবং পরিবর্তন যোগ্য বাংলা, ইংলিশ টোগল কীও প্রয়োজন।
  • টেক্সপ্যাডটা WYSIWYG হওয়া প্রয়োজন।
  • টুলবারের থেকে ক্লিক করে কীবোর্ড নির্বাচন ও টোগল করা ও নির্বাচিত লেআউট টি হাইলাইটেড অবস্থা থাকবে এ ধরনের ফিচার
  • একটি তথ্য সমৃদ্ধ ও ভাল বাংলায় ডকুমেন্টেশন
  • খুব সুন্দর একটা প্রডাক্ট ও সাপোর্ট পেইজ। সাথে বাগ ট্রেকার।
  • মোজিলার অফিসিয়াল Addon সাইটে সাবমিশন।
IECB ফায়ারফক্সের জন্য দারুন একটা এক্সটেনশন তৈরী করেছে। শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ডের জন্য IECB সত্যিই প্রশংসার দাবি রাখে। এটিই আমার দেখা ফায়ারফক্সের, বাংলা ভাষার জন্য করা প্রথম এক্সটেনশন। এরকম একটা এক্সটেনশন অনেক দিন থেকেই আশা করছিলাম। তবে উপরের Limitation গুলো দূর করে ও ফিচার গুলো যুক্ত হলে এবং ফায়ারফক্সের অফিসিয়াল addon সাইটে সাবমিট করে এটি নিয়মিত ডেভেলপ করলে ও সার্পোট দিলে শাব্দিক ইউনিভার্সেল কীবোর্ড বাংলা ভাষার ব্লগার ও ব্যবহারকারিদের কাছে সত্যিকারের বন্ধু বলেই পরিচিত হবে এবং IECB এটা করবে বলে আমি আশা করি।
বাংলা কম্পিউটিংকে এগিয়ে নিতে আমাদের প্রয়োজন এরকম আরও প্রয়াস। ফায়ারফক্সের জন্য চমৎকার এই এক্সটেনশনের জন্য IECB কে ধন্যবাদ।
আপনি কী মনে করছেন? মন্তব্য দিয়ে জানান।




টিউনার:- প্রযুক্তিবিদ  Techtunes থেকে আনা হয়েছে

গুগল অনুবাদককে ব্যবহার করুন আপনার সাইট অনুবাদ করতে !

গুগল ট্রান্সলেটর বা গুগল অনুবাদক সম্পর্কে আমরা সবাই জানি। তবে আপনি ইচ্ছা করলে আপনার সাইটেই গুগল অনুবাদকের সুব্যবস্থা রাখতে পারেন। যার মাধ্যমে অতিথি আপনার সাইটেই একটি লিংকে ক্লিক করে আপনার সাইটে অনূদিত রূপ দেখে নিতে পারেন।
গুগল অনুবাদক সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন বোধ করলাম না। ট্রান্সলেটর বিখ্যাত গুগলের অসাধারণ সব সেবার মধ্যে অন্যতম একটি সেবা যার সম্বন্ধে কমবেশি সবাই জানে। তবুও যারা জানেন না, তাদের জন্য বিষয়টা একটু পরিষ্কার করি। গুগল ট্রান্সলেটর কোন লেখা, প্যারাগ্রাফ বা সমগ্র একটি সাইটকেই এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারে মুহুর্তের মধ্যেই। তবে সব ভাষা এখনো গুগল ট্রান্সলেটর সাপোর্ট করে না। যেমন বাংলা ভাষাকে অনুবাদে ব্যর্থ গুগল। তবে পৃথিবীর অনেক বহুল ব্যবহৃত ভাষাই গুগল সাপোর্ট করে। যেমন ইংরেজী থেকে পর্তুগীজ, জার্মান, রাশিয়ান, আরবি ইত্যাদি ইত্যাদি।
এবারে আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার সাইটে অনুবাদক যুক্ত করতে পারেন। অনুবাদ যুক্ত করতে হলে আপনার সাইটের সাইডবারে একটি উইজেট (Widget) প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ, মনে করুন, আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে অনুবাদক যুক্ত করবেন। আসুন জেনে নিই কী কী করতে হবে।
প্রথমে এই সাইটটি ভিজিট করুন। ভিজিট করে নোটপ্যাডের ফাইলটি ডাউনলোড করুন। এখানে আপনি কোডগুলো পাবেন। কোড অনেক বড় বিধায় টেকটিউনস এ দেয়া গেলনা বলে দুঃখিত। কোডগুলো কপি করে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড এ পেস্ট করুন। এবার আপনাকে ধৈর্য্য সহকারে বেশ কিছুক্ষণ খাটতে হবে।
লক্ষ্য করে দেখুন, প্রতিটি ছোট ছোট প্যারায় http://translate.google.com/translate?u=http://PutYourURLhere& ইত্যাদি আছে। আপনার কাজ হবে পুট ইয়োর ইউআরএল লেখাটা কেটে আপনি যেই সাইটে অনুবাদক ব্যবহার করতে চান, সেই সাইটের ঠিকানা লিখা। মনে রাখবেন, http://সহ আপনার সাইটের ইউআরএল শুরু হবে u=এর পর এবং সাইটের .com বা এগুলোর পরেই কোন স্ল্যাশ ছাড়াই & থেকে শুরু হবে। এবং এগুলোর মধ্যে একটি স্পেসও পড়তে পারবে না।
খুবই সতর্কতার সাথে কাজটি শেষ হলে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে widget এ ক্লিক করে টেক্সট উইজেট নিন। কোডগুলো পেস্ট করে সেভ করুন। এবার অন্য একটি ব্রাউজার দ্বারা আপনার সাইটটি চেক করুন। দেখবেন, ভাষার উপরে ক্লিক করলে ঐ ভাষায় আপনার সাইট অনূদিত হয় কি না। যদি হয়, তাহলে বুঝবেন আপনার কাজ সফল। আর যদি না হয়, তাহলে মন্তব্যের ঘরে সমস্যা লিখে জানান।
মূল কাজে যাবার আগে আপনি যদি একটু উদাহরণ দেখতে চান, তাহলে নীচের লিঙ্কে ক্লিক করুন। ডানদিকের সাইডবারের একদম নীচ থেকে দুই নম্বর উইজেটটি থেকে পছন্দমত ভাষার উপর ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডোতে আপনার কাঙ্খিত ভাষায় অনূদিত হয়ে মূল সাইটটি প্রদর্শিত হবে।
http://aisajib.wordpress.com




টিউনার:- মোঃ আমিনূল ইসলাম সজিব Techtunes থেকে আনা হয়েছে

ছোট ইনভেস্ট করে বড় ইনকাম করুন, No Risk !

Affiliate Program ”Get Money from your Website”


অনেক ত ফ্রি ইনকাম করেছেন, এই বার একটু ইনভেস্ট করুন, ভয়ের কোন কারন নেই টাকা হারাবেন না 100% Guarantee ! সব ইনভেস্টমেন্ট সাইট টাকা দেয় না, নিজেকেই বুঝে নিতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ, তবে এখন আর আপনি কষ্ট করতে হবে না, কারন আমি অনেক ইনভেস্টমেন্ট সাইটে কাজ করেছি আমি জানি কোনটা ভালো ! তাই আপনাকেও বলছি ইনভেস্ট না করেন কিন্তু একবার হলেও এই সাইটে ঘুরে আসুন, এই সাইট টাকা মারবেনা, কারন আমি নিজে টাকা তুলেছি ! আরেকটি কথা হল, এটা Forex এর মতো না এটি সম্পুর্ন জামেলা মুক্ত ! ত আর দেরি করছেন কেন এখনি ছোট ইনভেস্ট করে বড় ইনকাম করুন ! আর এটি ভালো না খারাপ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ! নিচের ব্যানারে ক্লিক করুন:-
Affiliate Program ”Get Money from your Website”

ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল ! না পড়লে মিস করবেন !

চট্টগ্রাম এর কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত ১১/১২ বেজে যায়, তার সাথে তার হেল্পার ছিল । এর মধ্যে সে একটি চা এর দোকান দেখে সেখানে চা খেতে নামে । চা খাওয়ার এক পর্যায়ে সে (ড্রাইভার) বলে যেতার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদার কে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কি না।দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে। তারা ওটাই ব্যাবহার করে। তবে সে ওই ড্রাইভার কে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল । বলে রাখা ভাল', টয়লেট টা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল । চা এর দোকানে কয়েকজন লোক ছিল তাই সে (ড্রাইভার)একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না সেএকাই যেতে পারবে । তো লোকটি জঙ্গলের ভিতরে গেলো এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেলনা , আর দেখল যেজঙ্গলে কেউ নেই তখন সে একটি গাছেরআড়ালে বসে পড়লো । তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে , তখন সে হটাৎকরে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয়পেয়ে যায় এটা দেখে । কিন্তু
তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে ‘‘এই তোমরা এত রাতে এখানে কি কর’’ এই কথা বলার কিছুক্ষণ পর
মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার (ড্রাইভার)মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাঁকাসে আর তাদের চোখ গুলোছিল অস্বাভাবিকভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে যেন তারা কিছু একটা এতক্ষন খাচ্ছিল!! এই দৃশ্য দেখার পর সেআর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে । সে প্রানপনেদৌড়ে যাচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছিলো যেন সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে । কিছুক্ষন পর সে এবং দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায় । হটাৎ সে দেখল যে সেই মেয়েদুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে তাদের মুখে এখনো রক্ত মাখা, সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে কিন্তু সে কিছুক্ষন পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে! তাকিয়ে দেখে যে, তাকে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে! সে আর নিজেকে ঠিক রাখতে পারল না । অতিরিক্ত ভয়ের কারনে অজ্ঞান হয়ে পরে যায় । সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে শোয়া অবস্থায় । এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে । সে একটু সুস্থ হয় এবং উঠে বসে । তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে । সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছ না তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশী তাই দেরি হচ্ছে । কিন্তু কিছুক্ষন পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌরাচ্ছে । তো কিছুক্ষন পর আমরা কয়েকজন ভেতরে যাই
এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পরে থাকা অবস্তায় পাই । কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি ।সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে কিন্তু তুমি শুননি । এখানে অনেকে অনেক কিছু দেখে আমরা দিনের বেলাই ওখানে যেতে ভয় পাই আরতুমি রাতেরবেলা ওখানে গেছো ।
তারপর একসময় সকাল হয় তারা ওই দোকানেই বসে থাকে সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটাতে যায় যেখানে সে (ড্রাইভার) দেখেছিল মেয়ে দুটি কে, তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধা খ
বিচ্ছিন্ন বিড়ালের মত কিছু একটা পরে আছে । তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে ।




টিউনারঃ- অন্য একটি সাইট থেকে চুরি করে আনা হয়েছে !

Online এ জানুন কত ভিজিটর প্রতিদিন আপনার সাইট ভিজিট করে !

আমরা আমাদের সাইটের কত জন  ভিজিটর করে তা আমরা বিভিন্ন ওয়েব এনালাইসটিক এর মাধ্যমে জেনে থাকি।আজ আমি যে সাইটি নিয়ে বলব সেই সাইটের মাধ্যমে আপনি যে কারো সাইটের প্রতিদিনের ভিজিটরের অবস্থা জানতে পারবেন।এর জন্য আপনাকে যেতে হবে এই লিংকে।এ লিংকে গিয়ে আপনি আপনার অথবা যার সাইট টি দেখতে  চান সাই তার সাইটের লিংক দিয়ে cheak এ ক্লিক করুন।একটু পরেই আপনি আপনার বা কাংখিত সাইটের প্রতিদিনের ভিজিটরের সংখ্যা পেয়ে যাবেন।তবে যারা blogger ব্যব হার করেন তারা তাদের সঠিক তথ্য নাও পেতে পারেন।তা ছাড়া এ খান থেকে আপনি আর পাবেন আপনার সাইটের Description:,Keyword এর তথ্য।ার দেখটে পারেন আপনার সাইটের Alexa Rank,Google Links ,Yahoo Links,Altavista Links,AllTheWeb Links ইত্যাদি।তবে মনে রাখটে হবে এটা কেবল আপনার সাইটের প্রতিদিনের ভিজিটরের গড় হিসাব দিবে আর অনেক সময় সঠিক তথ্য নাও দিতে পারে।টিউনটা কেমন হল জানালে খুশি হব।ধন্যবাদ !





টিউনার:- সজিব রহমান  Techtunes থেকে আনা হয়েছে

মজার জোকস [ পাবলিক টয়লেট ] না দেখলে মিছ করবেন !

একটা লোক পাবলিক টয়লেটে বসে ছিল।
হঠাৎ করে পাশের টয়লেট থেকে শব্দ
আসলো,
"মিয়া ভাই কেমন আছেন?"

লোকটি অবাক হয়ে বলল," হ্যা আমি ভাল
আছি।

আবার শব্দ আসলো, "কি করছেন ভাই?"
সে চিন্তিত হয়ে উত্তর দিল, "এইতো ভাই
কমোড এ বসে আছি।"

পাশের টয়লেট থেকে আবার বলল,
"আমি কি আসতে পারি?"
লোকটি ঘাবড়ে গেল এবং বলল,
"না না না প্লিজ, আমি ব্যস্ত আছি"
আবার কন্ঠ শোনা গেল,
"আচ্ছা ভাই
আমি আপনাকে ৫ মিনিট পরে আবার ফোন
দিচ্ছি, কোন গাধা জানি আমার সব কথার
উত্তর দিয়া আমার
লগে ফাইজলামি করতাসে।





টিউনার:- ভালো ফুংডা !

Best Income ! Without Bid !


অনেকেই ভাবছেন এই
সাইট মনে হয় ভুয়া !
আসলে না কারন আমি
প্রমান দেখাতে পারি !
এখানে আপনি কাজ করলে
কুনো বিড করতে হবে না !
আমি আমার নরমালি একটা
স্কিন শুট আপনাদের দিলাম,
আপনারা দেখুন আমার কত
ডলার হয়েছে ! এখানে
আমার নিজের ছবি সহ
থাকবে ! আর কুনো কথা
বল্লাম না করন এই
সাইট নিয়ে অনেক
পোস্ট করেছি ! যারা
এখনো একাউন্ট করেননি
তারা নিচের লিংকে ক্লিক
করে একাউন্ট করে নিন !
Job Site Here:---> http://goo.gl/OPXdUk

#More Post Here:--> PrincipaL''IT'' DevelopmenT LTD

Thanks & Welcome !
Photo: #Best Income ! #Without Bid !

অনেকেই ভাবছেন এই
সাইট মনে হয় ভুয়া !
আসলে না কারন আমি
প্রমান দেখাতে পারি !
এখানে আপনি কাজ করলে
কুনো বিড করতে হবে না !
আমি আমার নরমালি একটা
স্কিন শুট আপনাদের দিলাম,
আপনারা দেখুন আমার কত
ডলার হয়েছে ! এখানে
আমার নিজের ছবি সহ
থাকবে ! আর কুনো কথা
বল্লাম না করন এই
সাইট নিয়ে অনেক
পোস্ট করেছি ! যারা
এখনো একাউন্ট করেননি
তারা নিচের লিংকে ক্লিক
করে একাউন্ট করে নিন !
Job Site Here:---> http://goo.gl/OPXdUk

#More Post Here:--> PrincipaL''IT'' DevelopmenT LTD

Thanks & Welcome !

আপনার পিসির হার্ড ডিস্কের জায়গা কম? তাহলে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে !

সালাম সবাইকে শরীর টা ভালো না তাই পোস্ট করতে বসলাম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখব কিভাবে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার এর মাঝে। এটি একদম সহজ একটি জিনিস যদি আপনার পিসিতে জায়গা কম থাকে তাহলে আপনি সহজেই জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে ঠিক যেমন সাধারন ড্রাইভ থাকে তেমন ভাবেই এটিতে কাজ করতে পারবেন।সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি গুগলের এই জিমেইল ড্রাইভ ব্যবহার করেন তাহলে আপনার সমস্ত ডাটা অনলাইনে থাকবে এবং সম্পূর্ণ নিরাপদে থাকবে যদি কখন আপনার পিসি ক্রেশ করে তাহলে এই ড্রাইভ আ রাখা সমস্ত ডাটা আপনি অনলাইনে খুজে পাবেন পরবর্তীতে যে কোন সময়। আসা করি ভাল লাগবে সবার কাছে ধন্যবাদ।
gmail drive আপনার পিসির হার্ড ডিস্কের জায়গা কম? তাহলে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে
  • প্রথমে Gmail Drive ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • ইন্সটল হয়ে গেলে মায় কম্পিউটার খুলে দেখুন একটি ড্রাইভ আপনার পিসিতে যুক্ত হয়ে গেছে এবার এটি ব্যবহার করতে আপনি নিজের জিমেইল পাসওয়ার্ড আইডি দিয়ে লগইন করুন Right click করে Login As ক্লিক করে।

  • এবার এরকম দেখতে পারবেন সেখানে Username এবং Password দিয়ে ড্রাইভ ওপেন করুন।

  • ওপেন হয়ে গেলে আপনি এখানে নিজের যা ইচ্ছে ফাইল ফোল্ডার রেখে দিতে পারবেন সম্পূর্ণ নিরাপদে অনলাইনে।
যদি বের হয়ে আসতে চান তাহলে Right click করে Log out ক্লিক করুন।





টিউনার:- MRN Hacker  Techtunes থেকে আনা হয়েছে

আপনার ওয়েব সাইটকে দ্রুতগতির করার জন্য কিছু হট টিপস।নতুন SEO সমস্যার সমাধান !

ধরুন আপনার একটা সুন্দর ওয়েব সাইট আছে।অনকে সুন্দর করে অনেক ছবি,ফ্লাশ ইত্যাদি সাইটটি পরিপূর্ণ।ফলাফল- সাইট লোড হইতেই থাকে কিন্তু পেজ আর ওপেন হয় না।এই সমস্যা থেকে রক্ষা পেতে আমার এই টিউনটি করা।
সকলেই জানেন আমাদের দেশের নেটের শ্পীডে যে অবস্থা তাতে করে অনেকে গুগলের হোমপেজে ঢুকতে গেলেও ৫-১০ সেকেন্ড সময় লাগে।তার পর যদি আবার মড়ার ঘা(মানে সাইটের সাইজ)বেশী হয় তাহলে তো কোন কথাই নেই।সময় কেমনে পার হয়ে যাবে তা আপনি টেরই পাবেনা।আর SEO ও ওয়েবমাষ্টাদের জন্য তো এটা এখন সবচেয়ে বড় সমস্যা।কেননা গুগল বলেছে যে সাইট লোড স্পীড যদি স্লো হয় তাহলে হাজারো ব্যাক লিংক বা পেজ রেংকেও কাজ হবেনা।আপনার সাইটকে তারা সোজা নিচের দিকে নামিয়ে দিবে।তো এসকল সমস্যা থেকে মুক্তি পেতে নিচের টিপস গুলো অনুসরন করুন।আশা করি ভালো ফল পাবেন

                  Images and graphics এর সাইজ নিয়ন্ত্রন

সাইট বানানোর সময় আপনাকে সবসময় চিন্তা করতে হবে সাইটের Images ও graphics এর সাইজ নিয়ে।এর জন্য যতদূর সম্ভব কম ছবি বা গ্রাফিক্স ব্যবহার করুন।এ ক্ষেত্রে ছোট ছোট আইকন ব্যবহার করতে পারেন।আর বড় বড় ছবিকে কম্প্রেশ বা রিসাইজ করে ছোট করে নিন।এক্ষেত্রে আপনি image-manipulation software গুলো ব্যবহার করতে পারেন।তার মধ্যে আমার কাছে PIXResizer সফটওয়্যারটি বেশ কাজের মানে হয়।সবচেয়ে ভালো হয় আপনি যদি ছবি আপলোডের ক্ষেত্রে নিজের হোষ্টিং সাইট ব্যবহার না করে অন্য ইমেজ হোষ্টিং সাইট গুলে ব্যবহার করেন।তা ছাড়া এ্যানিমেশনকেও বাই জানন।

                        সাইটের Tables কে নিয়ন্ত্রন করুন

যত দূর সম্ভব সাইটে টেবিল এর ব্যবহার কম করুন।অধিক টেবলস ব্যবহারের ফলে সাইট স্লো হয়ে পড়ে।তাছাড়া বিভিন্ন ব্রাউজার যেমন (Internet Explorer, Firefox et al) একটি সাইটের টেবলের মধ্যকার কনটেন্ট বা টেক্স গুলো তখনই লোড হয় যখন সেই টেবিলটি লোড হয়।তাই যদি আপনি টেবল বাদ দিয়ে কনটেন্ট বা টেক্স লেখেন তাহলে তা খুব দ্রুত লোড হবে।নিতান্ত্যই যদি সাইটে টেবল ব্যবহার করে থাকেন তাহলে যত দুর সম্ভব ভিন্ন ভিন্ন টেবল বানান।এরকম টেবল আপনি আপনার সাইটের header, body এবং footer এর মধ্যে ব্যবহার করুন।
তবে সবচেয়ে ভালো হয় CSS এর মধ্যমে টেবলের ব্যবহার করা।

                           অপ্রয়োনীয় Scripts বাদ দিন।

অনেক ধরনের অপ্রয়োনীয় Scripts আছে যা আমরা সাইটে ব্যবহার করে থাকি।যেমন বিভিন্ন ধরনের এনালাইজার,ভিজিটে কাউন্টার ইত্যাদি।এসকল জাভা,পিএইচপি Scripts যতদূর সম্ভব পরিহার করুন।কারন অধিক মাত্রায় এ সকল অপ্রয়োনীয় Scripts ব্যব হার করার ফলে পেজের সাইজ বৃদ্ধি পায় আর এর জন্য পেজ লোড হতে অনেক সময় নেয়।আর যদি এসকল Scripts ব্যবহার করাই লাগে তাহলে অত্যান্ত জনপ্রিয় Scripts ব্যবহার করুন।কারন তাদের Scripts গুলোর সাইজ ও widget গুলো বেশ ভালো।আর Scripts গুলোর কোড এইচটিএমএল এর একদম নিচের দিকে মানে body ও html ট্যাগের আগে ব্যবহার করুন।

                         ভিডিও এর সঠিক ব্যবহারের ।

ওয়েব সাইট স্লোর জন্য বিশেষ ভাবে দায়ী হল বড় সাইজের ভিডিও।যেকোন ধরনের বড় সাইজের ভিডিও আপনার সাইটে যোগ করার ফলে আপনার সাইটকে বহুগুনে স্লো করে দিতে পারে।
কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে তাহলে কি সাইটে ভিডিও যোগ করবো না।অবশ্যই যোগ করবেন।কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে।আপনার সকল প্রয়োজনীয় ভিডিও গুলো আপনি Youtubeআপলোড করে নিন।তারপর ইউটিউব থেকে আপনি একটি ভিডিওর জন্য এইচটিএমএল কোড পাবেন,পরে এটি আপনি আপনার সাইটে যোগ করে দিন।এতে যেমন আপনার ওয়েব সাইটের স্পীড বাড়াবে তেমনি আপনার সাইটের জায়গাও কম ব্যবহার হবে।
তা ছাড়া Youtube ব্যব হার করলে আপনি SEO জন্যও বেশ ভাল ফলাফল আনতে পারে।
তো নতুন SEO সমস্যার সমাধান নিশ্চই আপনারা পেয়ে গেছেন।আর চিন্তা কেন।তুমুল আকারে SEO এর কাজ শুরু করে দিন।উপরের এসকল টিপস গুলো কাজে লাগিয়ে আপনার সাইটকে আরো দ্রুতগতিসম্পূর্ণ করে তুলতে পারেন।আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।সকলকে আবারও ধন্যবাদ।

বোনাস:সাইট স্পীড দেখার জন্য টুলস

১।Page Speed
২।YSlow
৩।WebpageTest





 টিউনার:- সজিব রহমান  Techtunes থেকে আনা হয়েছে

ফিরিয়ে আনুন হ্যাক হয়ে যাওয়া facebook অ্যাকাউন্ট !!!!

Sign up for OKPAY and start accepting payments instantly.

সকলে কেমন আছেন।আমার দিন কাটছে কোনোরকমে । আজকেও আবার ফিরে এলাম ফেসবুকের একটা সমস্যার সমাধান নিয়ে তাহলে আর কথা না বাড়িয়ে  চলুন শুরু করা যাক......
আমাদের সকলের মনে একটি প্রশ্ন আসে কি ভাবে হ্যাক হয়ে যাওয়া facebook অ্যাকাউন্টকে আবার আগের অবস্থায় পাব, হয়তো আমাদের অনেকের ইতিমধ্যে facebook অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
যদি আপনি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনার যা যা করনীয় তা হল –
প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে পাসওয়ার্ডটা রেসেট করার। যদি আপনি facebook এ login করতে না পারেন তাহলে আপনি http://www.facebook.com/help/hack এই সাইটে একবার ভিসিট করতে পারেন।
আসাকরি এই তথ্যগুলি আপনাদের সকলের সমস্যার সমাধান করতে পারবে।


   টিউনার:- Tilak  Techtunes থেকে আনা হয়েছে

মাত্র তিন মিনিটে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট !


মাত্র তিন মিনিটে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট। সুবিধাটি পেতে চাইলে ব্রাউজ করুন http://own-free-website.com । সাইটটির সবচেয়ে বড় সুবিধা হল ওয়েব পেজ তৈরির জন্য আপনাকে HTML জানতে হবে না। তাদের দেওয়া টুলস এর মাধ্যমে সহজেই আপনি কয়েকটি ক্লিক করে আপনার ওয়েবসাইট বানাতে পারেন। তাছাড়া এটি আপনাকে ছোট Subdomain প্রদান করবে। যেমন আপনার নাম যদি Rahim হয় তাহলে আপনার এড্রস হবে- rahim.page.tl । সুতরাং আর দেরি কেন রেজিষ্ট্রেশন করে লুফে নিন ফ্রি 100 মেগাবাইট সহ এই সুবিধাটি।


  

টিউনার:- হাবিবুর রহমান Techtunes থেকে আনা হয়েছে

My Best Rank From Dollarsincome !

Dollarsincome সারা বিস্বে ছড়িয়ে আছে !
আর এখানে আছে সব
চেয়ে বড় বড়
ওয়ার্কার ! আর এতো
বড় বড় ওয়ার্কারদের
মধ্যে আমি আছি সেরা ১০
নাম্বার রেংকে ! আমার
রেফারেল আছে ১৬০ টি !
আমার সেরা ১০ নাম্বার
রেংকে একটা স্কিন শুট
আপনাদেরকে দিলাম !
আর এই ১০ নাম্বার
রেংকে আসতে পেরেছি শুধু
মাত্র আপনাদের জন্য !
আরো বলছি শুধু আপনাদের
হেল্প পেলে হয়তো আমি
চলে আসবো সেরা
১ নাম্বার রেংকে !

#See More Info:--> PrincipaL''IT'' DevelopmenT LTD
Thanks & Welcome !
Photo: #My Best Renk !

Dollarsincome সারা বিস্বে ছড়িয়ে আছে !
আর এখানে আছে সব
চেয়ে বড় বড়
ওয়ার্কার ! আর এতো
বড় বড় ওয়ার্কারদের
মধ্যে আমি আছি সেরা ১০
নাম্বার রেংকে ! আমার
রেফারেল আছে ১৬০ টি !
আমার সেরা ১০ নাম্বার
রেংকে একটা স্কিন শুট
আপনাদেরকে দিলাম !
আর এই ১০ নাম্বার
রেংকে আসতে পেরেছি শুধু
মাত্র আপনাদের জন্য !
আরো বলছি শুধু আপনাদের
হেল্প পেলে হয়তো আমি
চলে আসবো সেরা
১ নাম্বার রেংকে !

#See More Info:--> PrincipaL''IT'' DevelopmenT LTD
Thanks & Welcome !

150 টিরও বেশি সার্চ ইন্জিনে সাবমিট করুন আপনার ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি তে !

এর আগের টিউন গুলোতে আমি সহজে ফ্রি ওয়েবসাইট তৈরি ও ফ্রি ডোমেইন নিয়ে আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে ওয়েবসাইট শুধু তৈরি করলেই কাজ শেষ নয়। আপনার সাইটটি সার্চ ইন্জনে আসতে হবে। আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে। কারন ভিজিটর আপনার ওয়েবসাইটের প্রান। এক্ষেত্রে সার্চ ইন্জিনের ভূমিকা অতুলনীয়। সার্চ ইন্জিনে আপনার সাইট সাবমিট করা থাকলে সার্চ ইন্জিন তা সহজে খুঁজে বের করেত পারে। গুগল, ইয়াহু বা এম,এস.এন সার্চ ইন্জিনের তালিকায় প্রথমে থাকলেও ইন্টারনেটে অজানা প্রায় 1000 এর বেশি সার্চ ইন্জিন রয়েছে। এসব সার্চ ইন্জিনে একে একে আপনার সাইট সাবমিট করা যেমনী কষ্টসাধ্য তেমনী সময়ের অপচয়। তাই একটি সাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইট সাবমিট করূন 150 টিরও বেশি সার্চ ইন্জিনে। ব্রাউজ করুন http://websitesubmit.hypermart.net/freesubmit.htm । এখানে ফ্রিতে আপনার ওয়েবসাইট সাবমিট করুন। যে সমস্ত সাইটে আপনার ইউ.আর.এল সাবমিট হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে একটি নিচ্শিতকরন ম্যাসেজ আসবে। সব শেষে আপনার কাছে একটি মেইল আসবে। মেইলটিতে ক্লিক করে ওয়েবসাবমিট নিশ্চিত করুন।


 টিউনার:- হাবিবুর রহমান Techtunes থেকে আনা হয়েছে

Fiverr এ যেভাবে কাজ করবেন। পর্ব-২


                                                           

অনলাইনে অর্থ উপার্জনের জন্য রয়েছে নানা মাধ্যম। তন্মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, গুগল এডসেন্স ইত্যাদি।  এমন অনেকেই রয়েছেন যারা অনেক বিড করেও ফ্রিল্যান্সিং  মার্কেটপ্লেসে কোন কাজ পাননি। আপনি কাজ জানেন অথচ কাজ পাননা, তাই কোন  অর্থ উপার্জনও করতে পারেন না।  ব্যাপারটি সত্যিই হতাশাজনক। তবে এবার আপনার কাজ জানা থাকলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন Fiverr নামক ভিন্নধর্মী এক মার্কেটপ্লেস থেকে। ওয়েব সাইটটির পূর্ণ ঠিকানা http://www.fiverr.com আপনি যে কাজটি পারেন সেটি এ সাইটে অফার করবেন এবং বায়ার তার প্রয়োজন অনুযায়ী আপনাকে দিয়ে কাজটি করিয়ে নেবে। সুতরাং এখানে আপনাকে কাজ খুজঁতে হবে না বরং বায়ারই তার কাজ করানোর জন্য আপনাকে খুজে নেবে। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

                                                                 Fiverr কী?
এটি এমন একটি সাইট যেখানে আপনি আপনার কাজ বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন। এখানে আপনি আপনার যেকোন সার্ভিস 5 ডলারের বিনিময়ে বিক্রয় করতে পারবেন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন। তো সেক্ষেত্রে আপনি যে কোন ডিজাইন করে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন। ধরুন আপনি লিখলেন আমি 5 ডলারের বিনিময়ে একটি ব্যানার ডিজাইন করে দিতে পারি। এরপর যদি কোন বায়ার ব্যানার তৈরী করাতে চায় তাহলে সে 5 ডলারের বিনিময়ে আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারে। গ্রাফিক্স ডিজাইন ছাড়াও এখানে কাজের বিভিন্ন ক্যাটাগরী রয়েছে। যেমন
>>> আপনি একটি কবিতা লিখে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন।
>>> লোগো ডিজাইনের মাধ্যমে আয় করতে পারেন।
>>> কোন সাইটের জন্য SEO এর কাজ করার মাধ্যমে আয় করতে পারেন।
>> ওয়েব ডিজাইন করে আয় করতে পারেন।
>>> কারো জন্য ছবি একেও আপনি আয় করতে পারেন।
এধরনের বহুবিধ অফার দিয়ে আপনি আয় করতে পারেন।

                                            Fiverr – কীভাবে কাজ করে?
আপনি যে কাজটি করতে দক্ষ সেটির উপরে একটি গিগ তৈরী করুন। আপনার সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত লিখে অফার করুন তারপর কাজটি পোস্ট করুন। এরপর কোন বায়ারের কাজের চাহিদা যদি আপনার অফারকৃত কাজের সাথে মিলে যায় তাহলে কাজটি করানোর জন্য সে order করবে। আর আপনি সঠিকভাবে কাজটি করে দিলেই বায়ার নির্ধারিত ৫ ডলার পরিশোধ করবে। এ ৫ ডলারের মধ্যে ১ ডলার সাইট কর্তৃপক্ষ কেটে রাখবে এবং বাকি ৪ ডলার আপনি পাবেন। এরপর বায়ার আপনার কাজের একটি Feedback দেবে। মনে রাখবেন Positive Feedback= বেশি Sell. এটির অর্থ আপনি বায়ারের নিকট হতে Positive Feedback পেলে আপনার সার্ভিসটি আরো বেশিবার বিক্রি করতে পারবেন।
আপনি যতবার আপনার সার্ভিসটি বিক্রি করতে পারবেন ততবেশি আয় করতে পারবেন এবং সাইট কর্তৃপক্ষ তত বেশে রেভিনিউ পাবে। তো Fiverr সাইট আপনার সার্ভিসের কারণে এত বেশি রেভিনিউ পাচ্ছে, আপনি কি তাদের কাছে কোন বোনাস আশা করতে পারেন না। অবশ্যই পারেন। আর সাইট কর্তৃপক্ষও ভাল seller দের হতাশ করবে না; সুতরাং আপনি যদি ভাল seller হতে পারেন তাহলে আপনার প্রত্যাশা মোতাবেক তারা আপনাকে কিছু বোনাস দেবে। তো চলুন জেনে নেওয়া যাক এ বিষয়গুলি সম্পর্কে।
Level 1 Sellers:
যেসব Seller কমপক্ষে ১০ বার বা তার বেশি সার্ভিসটি বিক্রি করতে পারবে বা যে সার্ভিসটি করানোর জন্য বায়ারদের নিকট হতে কমপক্ষে ১০ বার ভালো রেটিং এবং ট্রাক সহকারে order আসবে ঐ সার্ভিসটির Seller অটোমেটিক্যালি Level 1 এর পদ পাবে। এ লেভেলে যারা থাকবে তারা নতুন ফিচারে প্রবেশ করার সুযোগ পাবে এবং Advanced services অফার করার সুযোগ পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে।
Level 2 Sellers:
যেসব Seller পূর্ববর্তী ২ মাসে ৫০ বারের বেশি ভাল রেটিং এবং ট্রাক সহকারে সার্ভিস বিক্রির order পাবে তারা স্বয়ংক্রিয়ভাবে Level 2 পদ অর্জন করবে। এ লেভেলে আরো অনেক বেশি ফিচার যুক্ত হবে এবং Priority support পাবে। আর আয় তো বাড়বেই।
Top Rated Sellers:
এ লেভেলের ‍Seller নির্ধারিত হয় Fiverr সাইট কতৃপক্ষের বাছাইয়ের মাধ্যমে । সাইট কতৃপক্ষ Level 2 seller দের মাঝে থেকে বিভিন্ন বিষয় বিবেচনা করে Top Rated Seller নির্ধারণ করে থাকেন। বিবেচনার ক্ষেত্রে seniority, volume of sales, extreamly high rating, exceptional customar care, community leadership ইত্যাদি বিষয়সমুহকে গুরুত্ব দেওয়া হয়।
Top Rated Seller গণ আরো বেশি সুযোগ ‍সুবিধা ভোগ করেন এবং VIP Support পেয়ে থাকেন।
                               কিভাবে একই সার্ভিস Repeated Sell করবেন
                                     ১. কাজ এবং কথায় আন্তরিক হোন
কোন seller যদি একাধিকবার কোন সার্ভিস বিক্রি করতে চান তাহলে তাকে অবশ্যই কাজে এবং কথায় আন্তরিক হতে হবে। তবেই না বায়ারের নিকট থেকে ভালো রিভিউ পাওয়া যাবে। আপনার সার্ভিসটি যদি বায়ারকে সন্তষ্ট করতে পারে তবে আবারও আপনার নিকট থেকে এ সার্ভিসটি নিতে আগ্রহী হবে। বায়ার যদি আপনার নিকট কাজ বিষয়ক কোন কিছু জানতে চায় তাহলে সুন্দরভাবে সঠিক উত্তরটি দিন।
২. কাজের ক্ষেত্রে স্বতন্ত্র হোন
ধরুন আপনি কোন বিষয়ের উপর ই-বুক লিখলেন এবং সেটি Fiverr- এ সেল করার জন্য অফার করলেন। কোন বায়ার যদি আপনার ই-বুকটি কেনে এবং তার ভাল লাগে তবেই না সে আপনার নিকট থেকে ই-বুক কেনার ব্যাপারে আগ্রহী হবে। আপনার ই-বুকে কোন বিষয় যদি স্বতন্ত্রভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেন তাহলে বায়ারের অবশ্যই ভালো লাগবে। সুতরাং সময় একটু বেশি লাগলেও কাজগুলি সুন্দর এবং স্বতন্ত্রভাবে বা একটু ভিন্নতার সহিত উপস্থাপন করার চেষ্টা করুন।
৩. ভাল রিভিউ পাওয়ার উপায়
ভাল একটি রিভিউ আপনার সার্ভিস বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত রিভিউ ছাড়া কোন বায়ারই আপনার সার্ভিসের প্রথম গ্রাহক হতে চাইবে না যেহেতু আপনার কাজ সম্বন্ধে তার কোন ধারনাই নেই। ভাল একটি রিভিউ থাকলে অন্য বায়াররাও আপনার কাজের ব্যাপারে আগ্রহী হবে। সুতরাং আপনার সার্ভিসের প্রথম রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কাস্টমার বা প্রথম দু-তিনজন কাস্টমারের নিকট থেকে ভাল রিভিউ পাওয়ার জন্য আপনি তাদের প্রয়োজন অনুযায়ী ছোটোখাটো আরও দু-একটি কাজ ফ্রি করে দেওয়ার অফার করতে পারেন। এতেই তারা খুশি হয়ে ভালো একটি রিভিউ দেবে বলে আশা করা যায়।
                      কিভাবে Fiverr-এ আপনার অফারটিকে আকর্ষণীয় করে তুলবেন
Fiverr-এ একই সার্ভিসের উপর অনেক অফার থাকতে পারে । যেহেতু এটি একটি মার্কেটপ্লেস; সুতরাং আপনার সার্ভিসটি বিক্রি করতে হলে আপনাকেও প্রতিদ্বন্দিতা করতে হবে। একটু কৌশলের মাধ্যমে কাজ করলেই আপনি আপনার বিডটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকতে পারেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
১. সুন্দর একটি টাইটেল
সুন্দর একটি টাইটেল থাকলেই আপনার অফারটি বায়ারদের নিকট আরও বেশি গ্রহনযোগ্য হবে। যেহেতু টাইটেলই সর্বপ্রথম বায়ারদের দৃষ্টি আকর্ষণ করে। টাইটেলের মাঝে আপনার অফারকৃত সার্ভিসের মূল কীওয়ার্ডগুলি অবশ্যই উল্লেখ করবেন।
২. বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ  ছবি
আপনার সার্ভিসের অফার সংশ্লিষ্ট একাধিক ছবি আপনার অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। একটি কার্যকরী ছবি হাজারটি বাক্যের চেয়েও শ্রেয়তর। সুতরাং অফারের সাথে যে ছবিটি সংযুক্ত করবেন সেটি গুরুত্বের সঙ্গে বাছাই করুন।
৩. কার্যকরী বর্ণনা
আপনি যে সার্ভিসটি অফার করবেন সেটির একটি সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করুন তাহলে বায়ার আপনার সার্ভিসটি কেনার ব্যপারে আগ্রহী হবে। আপনার সার্ভিসের ডেসক্রিপশন তারাই পড়বে যারা আপনার টাইটেল এবং ছবি দেখে আগ্রহী হওয়ার পর আরও বিস্তারিত জানতে ক্লিক করবে। সুতরাং ডেসক্রিপশনটি এমনভাবে লিখুন যেন এটি পড়লে বায়ার আপনার সার্ভিসটি কেনার জন্য order করার আগ্রহ খুজে পান।
                                           কিভাবে Fiverr থেকে টাকা তুলবেন
Fiverr থেকে আপনার উপার্জনকৃত অর্থ Paypal- এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আপনি যদি ৫ ডলার আয় করেন সেক্ষেত্রে আপনার একাউন্টে জমা হবে ৪ ডলার। কারণ সাইট কর্তৃপক্ষ ১ ডলার তাদের কমিশন হিসাবে কেটে রাখবে। তো এ হিসাবেই আপনার একাউন্টে অর্থ জমা হবে। এরপর জমাকৃত অর্থ আপনি paypal এর মাধ্যমে তুলতে পারবেন। এছারা, সম্প্রতি সংযুক্ত হয়েছে বাংলাদেশের জন্য সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম পেওনিয়ার ডেবিট মাষ্টার কার্ড। অর্থাৎ, পেওনিয়ার ডেবিট মাষ্টার কার্ডের মাধ্যমেও টাকা উত্তোলন করা যাবে।




 টিউনার:- RaselKhulna  Techtunes থেকে আনা হয়েছে

ফেইসবুক পেজ এবং কিছু পরামর্শ !

একটা ফেইসবুক একাউন্ট এখন সবারই আছে.আমাদের কি জানা আছে এখন কতজন মানুষ ফেইসবুক ব্যবহার করে বাংলাদেশে?সংখ্যা টা কিন্তু কম না. এই মুহুর্তে বাংলাদেশে ৩২ লক্ষ ফেইসবুক ব্যবহারকারী আছেন. আমাদের বাঙালিদের মধ্যে সব কিছু নিয়ে অতিরিক্ত মাতামাতি লক্ষ্য করার মত.কিন্তু ফেইসবুক নিয়ে একটু বেশি হবে এটাই স্বাভাবিক.যেখানে সারা দুনিয়ার মানুষ ফেইসবুক নিয়ে পাগল. আমরা সবাই ফেইসবুক এর কাছে ঋণী,আজকে বাংলাদেশে ইন্টারনেট নিয়ে যে এত আগ্রহ সবার মাঝে,সবাই এখন বুঝে ইন্টারনেট কোনো খারাপ জিনিস নয়.ফেইসবুক এর কারণে আজকে এটা সম্ভব হযেছে.
                                                     
আজকে আমি এই টিউন এ ফেইসবুক পেজ এর জন্য কিছু খুবই জরুরি টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা করব.আশা করি সবার কাজে লাগবে.ফেইসবুক আমাদের একটা সুযোগ করে দিয়েছে,আমাদেরকে একটা প্লাটফর্ম দিয়েছে যেখানে আমরা সহজে আমাদের কোনো পণ্য অথবা সেবা মানুষের কাছে তুলে ধরতে পারি. এই জন্য শুধু লাগবে একটা ফেইসবুক পেজ.খুব সহজে একটা পেজ তৈরী করা যায় এবং এটা একদম ফ্রি. কিন্তু শুধু একটা ফেইসবুক পেজ বানানই শেষ কাজ না. আপনাকে এখন এই পেজটির যত্ন নিতে হবে যাতে আপনার পেজটি সবার থেকে আলাদা এবং সুন্দর হয়.
এখন আসুন কিছু জেনে নেই কিছু জরুরি বিষয়
#১ ফেইসবুক ডোমেইন
সব থেকে জরুরি হচ্ছে আপনার একটা ডোমেইন. আপনার পেজ এর যদি একটা নাম থাকে ঐটাই হবে আপনার পরিচয়.ফেইসবুক থেকে আমরা ফ্রি ডোমেইন পেতে পারি. আপনার ফেইসবুক ডোমেইনটা হবে এই রকম http://www.facebook.com/username এই ডোমেইনটা বলে দিবে আপনার কোম্পানির নাম এবং মানুষকে সরাসরি আপনার পেজ এ নিয়ে আসবে.
#২ প্রতিদিন আপডেট
খুব জরুরি বিষয় হচ্ছে আপনার পেজ এ প্রতিদিন কিছু না কিছু থাকতেই হবে বেশি বেশি ফ্যান পেতে হলে.যত বেশি নতুন নতুন পোস্ট থাকবে আপনার পেজ এ, লাইক ও তত বেশি হবে. এমন হলে চলবে না যে আজকে একদিনে ১০ টা আপডেট দিলাম পরবর্তী এক সপ্তাহ কোনো খবর এ নিলাম না. প্রতিদিন নতুন নতুন পোস্ট এবং আপডেট মানুষকে আপনার পেজ এর ব্যাপারে আগ্রহী করে তুলবে.
#৩ ছবি এবং ভিডিও পোস্ট করুন
ছবি এবং ভিডিও হচ্ছে যে কোনো পেজ এর প্রাণ.যতবেশী ছবি,ভিডিও থাকবে আপনার পেজটি হয়ে উঠবে আরো আকর্ষনীয়.আপনি যেই ব্যবসা এ করেন না কেন আপনার প্রোডাক্ট এর ছবি পেজ এ থাকলে মানুষের একটা আইডিয়া হয়ে যাবে আপনার প্রোডাক্ট এর ব্যাপারে.
#৪ চিনে নিন আপনার টার্গেট কাস্টমার
খুব বেশি জরুরি টার্গেট কাস্টমার দের কে চেনা. ফেইসবুক আমাদেরকে সহজ করে দিয়েছে এই বাপারটা কারণ প্রত্যেকটা ফেইসবুক ব্যবহারকারী তথ্য আমরা পেয়ে থাকি তাদের প্রোফাইল থেকে. তারা হতে পারে যে কোনো বয়সের, যে কোনো দেশের এবং তাদের ইন্টারেস্টও হতে পারে আলাদা. এই জন্য ববসার ধরন অনুযায়ী আমাদের টার্গেট কাস্টমার ঠিক করে নিতে হবে.
#৫ সময় মত পোস্ট করুন
আপনি আপনার পেজ এ খুব সুন্দর নতুন কিছু পোস্ট করলেন কিন্তু এমন একটা সময় যে তখন কেউ ইন্টারনেট ব্যবহার করছে না. সার্ভে থেকে দেখা গিয়েছে বৃহস্পতিবার যদি কোনো কিছু পোস্ট করা হয় পেজ এ, মানুষের দেখার সম্ভবনা অনেক বেশি থাকে.



  টিউনার:- Pakna Pola Techtunes থেকে আনা হয়েছে

চলুন শুরু করি ফ্রিল্যান্সিং – আমি কাজ করছি, আপনিও পারবেন !

বর্তমানে ফ্রিল্যান্সিং এখন অনেক জনপ্রিয় একটি কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে আমরা সাধারনত, freelancing, elance বা odesk কাজ করে থাকি কিন্তু বর্তমানে এই সাইটগুলতে কাজ পাওয়াটা অনেকটা সোনার হরিন পাবার মতো হয়ে গেসে নতুনরা তো দিনের পর দিন বিড করেও কাজ পাচ্ছে না আসলে এই সাইট গুলতে কাজ পেতে হলে অনেক অভিজ্ঞ বা জানা বোঝার বেপার আছেআমরা সবাই তো আর অতো জানি না আর তাছারা আমরা হয়ত অনেক কাজ পারি যা এসব ফ্রিল্যান্সিং সাইট পাওয়া যায় না
                                        
আমি আপনাদের সাথে আজ এমন একটি সাইট এর পরিচয় করিয়ে দিব যেখানে আপনাকে কাজের জন্য বিড করতে হবে না এখানে আপনি আপনার পছন্দ মত কাজের অফার দেবেন মানুষ সেটা কিনবে আপনাকে কষ্ট করে কাজ খুজতে হবে না আপনার কাজ বায়ার খুজে নেবে এই সাইট গুলোকে Gig Site বলা হয় সাইটটা দেখতে ভিসিট করুনVisit Now সাইটটা একেবারে নতুন আমিও এখানে কাজ করতেছি বেশ কিছুদিন হল এখানে আপনি যে কাজ জানেন সেই কাজটা এখানে পোস্ট করলেন এই সাইটের সবচে ভাল দিক হলো অনেক গুলো বিভাগের কাজ দেওয়া যায় যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং এর কাজ পারেন, আপনি সাইট টিতে পোস্ট দিলেন, "  I will do Video Editing for $5 “ . আপনার এই কাজ টিও বিক্রি হয়ে যাবার possibility রয়েছে আর সবগুলো কাজের রেট 5$ থেকে শুরু হয় সাইটটির system অন্যান্য Gig Site এর মত তবে এটার মতো payment method অন্যান্য Gig Site এর মত জটিল নয় এখানে payment এর জন্য বেশ কিছু method আছে – paypal, pioneer, money bookers, western money transfer. তবে টাকা কামালে সে টাকা তোলার রাস্তার অভাব নাই আপনি সাইট টা একবার ঘুরে দেখুন নিজেই সব বুঝে যাবেন

সাইটটা নতুন, তাই কাজ পাবার পসিবিলিটি অনেক বেশি Site এর Admin নিজেই এখন অনেক কাজের order দিচ্ছে সাইটটার প্রশারের জন্য

তাই দেরি না করে আজই Visit  করুন এবং কাজ পোস্ট করে ডলার কামানো শুরু করে দিন

  

টিউনার:-Raisul  Techtunes থেকে আনা হয়েছে

বাংলাদেশে এই প্রথম ফেইসবুক এর মত স্যোসাল নেটওয়ার্কিং সাইট ।

বাংলাদেশে এই প্রথম একটা স্যোসাল নেটওয়ার্কিং সাইট যেটা কিনা ফেইসবুক এর মত । এই সাইট টা দিয়ে আপনি ফেইসবুক এর মত ফ্রেন্ডরিকুয়েস্ট , লাইক , শেয়ার , কমেন্ট , নতুন পেইজ তৈরি , ফটো শেয়ারিং , স্টাটাস আপডেট , লিঙ্ক শেয়ারিং , পুল তৈরি , ব্লগ লেখা , মিউজিক শেয়ারিং , লাইভ চাটিং , লাইভ নটিফিকেশন , সাউট করা , অ্যাপস তৈরি ও আরো অনেক কিছু ।
আর নয় জুকারবার্গের ফেইসবুক এখন থেকে চালান বাংলাদেশের তৈরি ফেইসবুক । যেখানে আপনি আপনার মনের ভাব সবার সাথে শেয়ার করতে পারবেন ।
লিঙ্ক দেখুন এখানে - Facedosti.Com


টিউনার:- Galib Techtunes থেকে আনা হয়েছে

বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে, ওয়াইফাই জোন বানাবেন !



ওয়াইফাই কি, কিভাবে কাজ করে, কেন এটা ইউজ করা হয় এসব নিয়ে আমি এখানে সময় দিচ্ছি না, এসব গুগলে সার্চ করলে অহরহ পাবেন। আমি সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি... :)
আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ২ ধরনের ওয়াইফাই ডিভাইস পাবেন, যার একটি ওয়াইফাই এডাপ্টার, আর একটি পাবেন ওয়াইফাই রাউটার। আমি এক্ষেত্রে TP-LINK ব্র্যান্ডটা suggest করব। ওয়াইফাই এডাপ্টারের দাম দেখবেন ৮০০ টাকাতে পেয়ে যাবেন (TP-LINK TL-WN727N), কিন্তু ওয়াইফাই রাউটার যেটা, দাম মোটামুটি ১৩০০ টাকা (TL-WR720N) থেকে শুরু। এডাপ্টার যেটা, সেটা মূলত পিসিতে/যেই ল্যাপটাপের ওয়াইফাই রিসিভিং এবং সেন্ডিঙ্গে সমস্যা আছে, সেই সব ডিভাসে ওয়াইফাই সিগনাল সেন্ড এন্ড রিসিভের জন্য ব্যাবহার করা হয়। আর, অন্য দিকে ওয়াইফাই রাউটার যেটা, সেটা শুধু ওয়াইফাই সিগনাল সেন্ড করার কাজে ব্যাবহৃত হয়। এখন, স্বাভাবিক ভাবেই আপনার ওয়াইফাই এডাপ্টারের প্রতি আগ্রহ বাড়তে পারে, কারন এটা সিগনাল রিসিভ এবং সেন্ড ২টাই করবে। আপনি ওয়াইফাই এডাপ্টার দিয়েও ওয়াইফাই জোন বানাতে পারবেন, এক্ষেত্রে আপনাকে ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড (ক্যাবল দিয়ে) ডিভাইসটি অন রাখতে হবে, যতক্ষন আপিনি ওয়াইফাই সিস্টেম চালু রাখতে চান। মানে, আপনি ২৪ঘন্টা ওয়াইফাই সিস্টেম চালু রাখতে চাইলে ২৪ ঘন্টাই ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড (ক্যাবল দিয়ে) ডিভাইসটি অন রাখতে হবে। কারন কি? L ঠিক আছে, চলুন একটু স্বল্প গভীরে যাই... :)
আপনি যদি ওয়াইফাই এডাপ্টার পিসির সাথে USB cable সিয়ে কানেক্টেড করে, ইন্টারনেট কানেকশন অন করেন, তখন ওয়াইফাই এডাপ্টারটি ইন্টারনেট কানেকশনের সোর্স পাবে একটা, যেটা ওয়াইফাই এডাপ্টারটি শেয়ার করতে পারবে। এখন যদি আপনি পিসিই অন না রাখেন, তাহলে ওয়াইফাই এডাপ্টারটি ইন্টারনেট কানেকশন কোথায় পাবে, আর সেটা শেয়ারও বা কিভাবে করবে? এটাই হচ্ছে কারন, যে জন্য ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড ডিভাসটি অন রাখতে হবে। :)
অন্য দিকে, রাউটার কিনলে আপনাকে সারাদিন পিসি অন রাখতে হবে না। এখন কথা থাকতে পারে, “ভাই, রাউটারে যদি ব্রডব্যান্ডের লাইন লাগিয়ে ওয়াইফাই জোন বানাই, তাহলে তো পিসিতে ইন্টারনেট ইউজের জন্য বারবার ব্রডব্যান্ড কানেকশন খুলতে হবে বা আর একটা এডাপ্টার কিনতে হবে... :( ” ...ঘটনা আসলে তা না J। আপনি রাউটার কেনার সময় বা পরে রাউটারের প্যাকেটে দেখবেন একটা আলাদা দ্বিমুখী ইথারনেট ক্যাবল দিয়ে দেয়, যেটা দিয়ে আপনি পিসিকে রাউটারের সাথে কানেক্টেড রাখতে পারবেন। এখানে, এটা ভাবিয়েন না যে, পিসি কানেক্টেড রাখতে হবে মানে পিসি অন রাখতে হবে। আসলে এটা দেয়া হয়েছে যাতে পিসিতে ইন্টারনেট ইউজের জন্য বার বার আপনাকে ব্রডব্যান্ড লাইন খুলে পিসিতে লাগাতে না হয় :)
যাহোক... ওয়াইফাই জোন বানাতে কি কি ওয়াইফাই ডিভাইস লাগে তা তো জানলেন, এবার যেটা আপনার সুবিধা লাগে কিনতে পারেন। তবে...রাউটারটা কেনা ভাল হবে, যদি আপনি ওয়াইফাই জোন বানাতে চান, আর ওয়াইফাই এডাপ্টার কেনা ভালো হবে যদি আপনি ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট সেবা নিতে আগ্রহী হন :)
এবার আসা যাক, কিভাবে এইসব যন্ত্রপাতি দিয়ে মিস্ত্রিগিরি করবেন... :P । ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই এডাপ্টার যেটাই কিনুন না কেন, দেখবেন প্যাকেটা একটা সিডি দিয়ে দিবে, ছোট সাইজের, মিনি-সিডি। এই সিডিতে আপনার ক্রয় করা ওয়াইফাই ডিভাইসটি পিসিতে ব্যাবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার দেয়া থাকে। আপনি Windows XP ইউজার হলে সিডিগুলো দরকারি খুব, আর Windows 7 ইউজার হলে খুব দরকারী না, কারন Windows 7’এ ড্রাইভার গুলো আপনার ওয়াইফাই ডিভাইস পিসিতে কানেক্ট করার সাথে সাথেই auto-install হয়ে যাবে। সিডি হারিয়ে গেলেও ভয়ের কিছু নেয়, এসব আপনি সব পাবেন এখানে http://www.tp-link.us/support/download/
স্টেপ বায় স্টেপ বললে ভালো হয়...না? :) ঠিক আছে... :)
ওয়াইফাই এডাপ্টার দিয়ে কিভাবে ওয়াইফাই জোন বানাবেন প্রথমে এটাই শুরু করি... :)
স্টেপ ১: প্রথমে ওয়াইফাই এডাপ্টারের প্যাকেটের সিডিটি দিয়ে পিসিতে প্রয়োজনী সব সফটওয়্যার ইনস্টল করুন।
স্টেপ ২: Install করার সময় দেখবেন আপনার ওয়াইফাই ডিভাইসটি পিসিতে কানেক্ট করার (with USB cable, provided by TP-LINK) প্রয়োজন পরবে, মানে সফটওয়ইয়ার ইনস্টলের জন্য আরকি। এবার সিডির কাজ শেষে কানেক্টিফাই নামে আরও একটি সফটয়্যার লাগবে আপনার, যেটা দিয়ে আপনি পিসির ইন্টারনেট শেয়ার করে ওয়াইফাই জোন বানাবেন আরকি। সফটয়্যারটির প্রো ভার্সন ডাউনলোড করে নিন এখান থেকেঃ http://onhax.net/connectify-7-pro-crack-is-ere/
স্টেপ ৩: কানেক্টিফাই সফটয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে সেটা ঠিকঠাক ভাবে পিসিতে ইনস্টল করে ফেলুন। এখন যদি আপনার ওয়াইফাই ডিয়াইসটি পিসিতে কানেক্টেড থাকে তাহলে থাক, না থাকলে কানেক্টেড করে নিন। ইনস্টল শেষে Hotspot Name এ আপনার পছন্দমত একটা নাম দিন, যেটা আপনি আপনার স্মার্টফোন বা ওয়াইফাই উইজ্যাবল অন্য ডিভাইস দিয়ে ওয়াইফাই অন করে স্ক্যান করলে দেখাবে। এরপর নিচেই দেখবেন Password লেখা আছে, এখানে আপনার ওয়াইফাই হটস্পটের এর সিকিউরিটির জন্য আপনার ইচ্ছামত password দিবেন। তারপর, Internet to Share> Automatic select করবেন, Advanced Settings’এ Share Over> Wi-Fi, Sharing Mode> Wi-Fi Access Point, Encrypted (WPA2) select করবেন। নিচে Firewall’এ ২টা অপশন দেখবেন, ২টাতেই টিক মার্ক দিন, Start Hotspot’এ ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে হয়ে গেলো আপনার ওয়াইফাই জোন। :)
এবার চলুন যাওয়া যাক ওয়াইফাই রাউটারের ব্যাপারে... :)
স্টেপ ১: প্রথমে ওয়াইফাই রাউটারের পিছনের দিকে দেখুন ৪/৫টা ইথারনেট পোর্ট আছে। দেখবেন, একটার নিচে লেখা WAN, বাকি গুলোর নিচে LAN লেখা। যেই পোর্টের নিচে WAN লেখা সেটায় ব্রডব্যান্ড কানেকশনটি কানেক্ট করুন। আর যেগুলোর নিচে LAN লেখা, সেগুলোর যেকোনো একটায় Ethernet cable (provided by TP-LINK)’এর এক প্রান্ত কানেক্ট করুন, অন্য প্রান্ত পিসিতে কানেক্ট করুন। প্যাকেটের সিডিটি দিয়ে পিসিতে প্রয়োজনী সব সফটওয়্যার ইনস্টল করুন।
স্টেপ ২: এবার আর কি... :P ...ওয়াইফাই জোন বানানো শেষ...ইচ্ছামত Wi-Fi use করুন।



 টিউনার:- Zaskhan Techtunes থেকে আনা হয়েছে

SEO জন্য সাইটের Title ,Meta Description এর কিছু গুরুত্বপূর্ন টিপস !



আমরা যখন কোন একটা সাইট বানই তখন সার্চ ইন্জিন অপটিমাজেশনের (SEO) জন্য সাইটের Title ,Meta Description এগুলো দিয়ে থাকি।কিন্তু এসকল গুরুত্বপূর্ন বিষয়কে আমরা যদি সঠিক ভাবে ব্যবহার করতে না পারি তাহলে আশানূরুপ ফল পাওয়া সম্ভব নয়।তাই আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে SEO এর জন্য সুন্দর করে Title ,Meta Description লিখতে হয়।

                                       সাইটের Title

একটা সাইটের জন্য Title প্রধান বিষয় গুলোর মধ্য ১টি।সাইটের Title যত সুন্দর হবে বা যত সুন্দর করে আপনার সাইটের বিষয় গুলো Title এর মাধ্যমে উপস্থাপন করতে পারবেন ততই আপনার সাইটের জন্য ভালো।সাইটের টাইটেল লিখবেন যেভাবে
১।সাইটের Title যথা সম্ভব ৬৫ অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করুন।
২।Title লেখার সময় আপনার সাইটের সকল বিষয় বস্তুর তথ্য যেন Title এর মধ্যে থাকে সে দিকে লক্ষ্য রাখুন
৩। সাইটের Title এ ভালো ভালো কীওয়ার্ড দিন।
৪।আপনার বাছাই করা কীওয়ার্ডটি অবশ্যই টাইটেলের মধ্যে রাখুন।
৫।একই কীওয়ার্ড ৩ বারের বেশী ব্যবহার না করাই ভালো।এতে করে সাইট ইনডেক্স করার সুবিধা হয়।
৬।সাইটটের টাইটেলকে আরও আকর্ষনীয় করার চেষ্টা করুন।ধরুন আপনার সার্চ করার কীওয়ার্ডটি হল hindi movie 2010,এই কীওয়ার্ডের মাধ্যমে সার্চ করলে ২০১০ সালের সকল হিন্দি ছবির খবর পাওয়া যাবে।যদি আপনার সাইটটি এই কীওয়ার্ডটি মধ্যে ১ম পেজে থাকে,তাহলে একে আরো আকর্ষনীয় করার জন্য টাইটেলে যোগ করতে পারেন Download hindi movie 2010 অথবা hindi movie 2010 list ইত্যাদি।এতে করে অনেক বেশী ভিজিটর পাওয়া যায়।
৭।সাইটের Title লেখার সময় ছোটা আক্ষরে লেখা ভালো।
৮।Title এ যাতে করে বানান ভুল না হয় সেইদিকে কঠোর ভাবে লক্ষ্য রাখুন।বানান ভুল তো সব ভুল।
৯।টাইটেল লেখার সময় , ও । বাদে অন্য কোন বিরাম চিহ্ন দেওয়া ঠিক নয়।
১০।যত দুর সম্ভব a,an,Or,Of,In ইত্যাদি বর্জন করুন ।কেননা এসকল অক্ষর সার্চ ইন্জিন স্কিপ করে যায়

                                  Meta Description

সাইটে Meta Description হল SEO এর জন্য আরো একটা মারাত্মক বিষয়।এর মাধ্যমে আপনার সাইটের মুল বিষয় গুলো প্রকাশ পায়।তো চলিন দেখে আসি কিভাবে সুন্দর করে সাইটে Meta Description লেখতে হয়।
১।Meta Description সর্বোচ্চ ২৫০ অক্ষরের মধ্যে রাখুন।কেননা গুগল সহ সকল সার্চ ইন্জিন ২৫০ অক্ষরের এর বেশী তাদের ফলাফল দেখায় না।তবে গুগল ১৬০,ইয়াহু ১৬৫,এম এস এন ২০০ টি করে অক্ষর দেখায়।
২।সাইটের বিষয়বস্তু গুলো যেন আপনার Meta Description এর মধ্য থাকে তার দিকে নজর দিন।
৩।Meta Description এ একই কীওয়ারড ৩ বারের অধিক ব্যব হার না করাই ভালো।
৪।আপনার সাইটে যে সকল কীওয়ার্ড গুলোতে h1.h2 ট্যাগ ব্যবহার করেছেন সেসকল কীওয়ার্ড Meta Description এ দিয়ে দিন।
৫।অর্থপূর্ন ভাবে Meta Description লিখুন।যাতে সহজেই সকলে বুজতে পারে।
৬।Meta Description এ কমা , ব্যবহার করুন।
৭।এক এক টি আলাদা পেজের জন্য আলাদা আলাদা Meta Description লিখুন।
৮।আপনার Meta Description এ নিশ্চিত করতে হবে যে আপনার সাইটের মূল বিষয় বস্তু গুলো এতে আছে।
৯।Meta Description এ ৭০ শতাংশ অংশ জুড়ে আপনার কীওয়ার্ড এর সংগতি রাখুন।

তো আশা করি টিউনটি সবার উপকারে আসবে।উপকারে আসলে আমার কষ্ট সার্থক হবে।আর আপনাদের সাথে আগামী দেড় মাস দেখা হবেনা।কারণ আমার এইচ,এস,সি পরীক্ষা ১লা এপ্রি।সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।




  
টিউনার:- সজিব রহমান  Techtunes থেকে আনা হয়েছে

Facebook ম্যাজিক দেখেন বিনা টাকায় !

Facebook ম্যাজিক দেখেন বিনা টাকায়।

1)..+..Remove করবেন ।
2 ) Cope করে Comment Box এ লিখ।
[+[facebook]]
[+[youtube]]
[+[google]]
[+[gmail]]
[+[hotmail]][+[yahoo]]
[+[nokiamail]]
[+[dujonebd]]



                                                                                                 Thanks & Welcome !

হ্যক করুন যে কোন WI-FI অথবা LAN এর স্পীড এবং ব্রাউজ করতে থাকুন পাঙ্খা স্পিডে [ অন্যদের বাশ ]

প্রিয় বন্ধুরা , আশা করি সবাই ভাল আছেন ।

সবাইকে Eid Mubarok । আজ আমি আপনাদের দেখাব কীভাবে এক ওয়াই ফাই বা ল্যান নেটওয়ার্কের স্পিড হ্যাক করতে হয় । মূলত ওয়াই ফাই বা ল্যান এর কৌশল টা হল একটা পিসি থেকে নেট শেয়ার করা । সেই নেটওয়ার্কের মধ্যে যেসব পিাসি থাকে সেগুলো সবাই সমান স্পিড পায় । যেমন ধরুন একটা ওয়াই ফাই সার্ভারের টোটাল স্পীড হল ২ MBPS ।

এখন যদি এই নেটওয়ার্কের মধ্যে ১০ টা পিসি থাকে তবে তারা প্রত্যেকে পাবে ২০০ KBPS স্পীড । এখন আমি আপনাদের দেখাব কীভাবে একই নেটওয়ার্কের মধ্যের পিসি গুলোর স্পীড ভক্ষন করে নিজে সুপার স্পিডে ব্রাউজ করতে হয় । আর এ জন্য আমাদের লাগবে একটা ছোট্ট সফটওয়ার । এর নাম হল NetCut । আপনারা এই সফওয়ারটি ডাউনলোড করুন Click Hear To Downlod NetCut । এরপর এটি ইনস্টল করে রাণ করান । আপনি এমন একটা স্ক্রীন দেখতে পাবেন ।

তারপর দেখেন নিচে লাইন দিয়ে এই নেটওয়ার্কের ভিতর যে পিসি গুলো কানেক্টেড আছে সেগুলোর আইপি সো করছে ।

এখন আপনি যে কয়টি পিসির স্পীড হ্যাক করতে চান সে কয়টি আইপি সিলেক্ট করুন । তবে প্রথম ২ টি বাদে । কারণ এই ২ টি হল আপনার আইপি । এরপর নিচের চিত্রের মত CUT OFF বাটনে ক্লিক করুন ।

ব্যাস , কাজ শেষ । এবার অন্য লোকের স্পিড খেয়ে আপনি স্বাস্থবান হতে থাকুন । এরপর যদি চান অন্য সব পিসিতে আবার নেটওয়ার্ক স্পিড দিতে, তবে Resume বাটনে ক্লিক করুন । আর সবাই ভাল থাকুন ।






টিউনার:- dujonebd থেকে আনা হয়েছে !

আপনি যদি ভেবে থাকেন অনলাইনে যব করবেন তাহলে এদিকে আসুন !

বন্ধু আমি আপনার কাছে আসা করছি, আমার এই পোস্ট আপনি মন দিয়ে পরবেন, হয়তবা আজকেই আপনার Life চেন্জ হয়ে যেতে পারে ! থাঙ্কস এন্ড ওয়েলকাম !
                                
                            
  Online Jobs Click Now & Now Big Income !


 অনলাইনে ইনকাম করা এখন আর এমন কিছু নয়, ফ্রেন্ড আপনি যদি মনে করেন সত্যিই ইনকাম করা যায় তাহলে অবস্যই ওপরে যে Link দেওয়া হয়েছে সেটাতে ক্লিক করুন, এই Link ক্লিক করার পরে বুঝতে পারবেন আপনি টাকাকে খুচ্ছেন নাকি টাকা আপনাকে খুচ্ছে ! তবে আমি ও আপনার মত এরকম একটা বেনারে ক্লিক করেছিলাম তার পর আমি দেখেছি আসলে আমি টাকা খুজতে হচ্ছে না বরং টাকা নিজে এসেই আমার কাছে ধরা দিতেছে ! তবে অবস্যই ভেতরে ঢুকে রেজিস্ট্রেসন করতে হবে ! এইটা কি সত্তিই ইনকাম সাইট কমেন্ট করে জানাবেন ! ধন্যবাদ এবং স্বাগতম !

অনলাইনে ইনকাম করা এখন আর এমন কিছু নয় !




বন্ধু আমি আপনার কাছে আসা করছি, আমার এই পোস্ট আপনি মন দিয়ে পরবেন, হয়তবা আজকেই আপনার Life চেন্জ হয়ে যেতে পারে ! থাঙ্কস এন্ড ওয়েলকাম !


অনলাইনে ইনকাম করা এখন আর এমন কিছু নয়, ফ্রেন্ড আপনি যদি মনে করেন সত্যিই ইনকাম করা যায় তাহলে অবস্যই ওপরে যে বেনার দেওয়া হয়েছে সেটাতে ক্লিক করুন, এই বেনারে ক্লিক করার পরে বুঝতে পারবেন আপনি টাকাকে খুচ্ছেন নাকি টাকা আপনাকে খুচ্ছে ! তবে আমি ও আপনার মত এরকম একটা বেনারে ক্লিক করেছিলাম তার পর আমি দেখেছি আসলে আমি টাকা খুজতে হচ্ছে না বরং টাকা নিজে এসেই আমার কাছে ধরা দিতেছে ! তবে অবস্যই ভেতরে ঢুকে রেজিস্ট্রেসন করতে হবে ! এইটা কি সত্তিই ইনকাম সাইট কমেন্ট করে জানাবেন ! ধন্যবাদ এবং স্বাগতম !


টিউনার:- মো: ওমর ফারুক ( সাগর ), আমি ফেইসবুক এ আছি

See All Post