Best Income

Friday, October 17, 2014

150 টিরও বেশি সার্চ ইন্জিনে সাবমিট করুন আপনার ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি তে !

এর আগের টিউন গুলোতে আমি সহজে ফ্রি ওয়েবসাইট তৈরি ও ফ্রি ডোমেইন নিয়ে আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে ওয়েবসাইট শুধু তৈরি করলেই কাজ শেষ নয়। আপনার সাইটটি সার্চ ইন্জনে আসতে হবে। আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে। কারন ভিজিটর আপনার ওয়েবসাইটের প্রান। এক্ষেত্রে সার্চ ইন্জিনের ভূমিকা অতুলনীয়। সার্চ ইন্জিনে আপনার সাইট সাবমিট করা থাকলে সার্চ ইন্জিন তা সহজে খুঁজে বের করেত পারে। গুগল, ইয়াহু বা এম,এস.এন সার্চ ইন্জিনের তালিকায় প্রথমে থাকলেও ইন্টারনেটে অজানা প্রায় 1000 এর বেশি সার্চ ইন্জিন রয়েছে। এসব সার্চ ইন্জিনে একে একে আপনার সাইট সাবমিট করা যেমনী কষ্টসাধ্য তেমনী সময়ের অপচয়। তাই একটি সাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইট সাবমিট করূন 150 টিরও বেশি সার্চ ইন্জিনে। ব্রাউজ করুন http://websitesubmit.hypermart.net/freesubmit.htm । এখানে ফ্রিতে আপনার ওয়েবসাইট সাবমিট করুন। যে সমস্ত সাইটে আপনার ইউ.আর.এল সাবমিট হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে একটি নিচ্শিতকরন ম্যাসেজ আসবে। সব শেষে আপনার কাছে একটি মেইল আসবে। মেইলটিতে ক্লিক করে ওয়েবসাবমিট নিশ্চিত করুন।


 টিউনার:- হাবিবুর রহমান Techtunes থেকে আনা হয়েছে

No comments:

See All Post