Best Income

Friday, October 17, 2014

আপনার পিসির হার্ড ডিস্কের জায়গা কম? তাহলে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে !

সালাম সবাইকে শরীর টা ভালো না তাই পোস্ট করতে বসলাম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখব কিভাবে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার এর মাঝে। এটি একদম সহজ একটি জিনিস যদি আপনার পিসিতে জায়গা কম থাকে তাহলে আপনি সহজেই জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে ঠিক যেমন সাধারন ড্রাইভ থাকে তেমন ভাবেই এটিতে কাজ করতে পারবেন।সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি গুগলের এই জিমেইল ড্রাইভ ব্যবহার করেন তাহলে আপনার সমস্ত ডাটা অনলাইনে থাকবে এবং সম্পূর্ণ নিরাপদে থাকবে যদি কখন আপনার পিসি ক্রেশ করে তাহলে এই ড্রাইভ আ রাখা সমস্ত ডাটা আপনি অনলাইনে খুজে পাবেন পরবর্তীতে যে কোন সময়। আসা করি ভাল লাগবে সবার কাছে ধন্যবাদ।
gmail drive আপনার পিসির হার্ড ডিস্কের জায়গা কম? তাহলে জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার করুন পিসিতে
  • প্রথমে Gmail Drive ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • ইন্সটল হয়ে গেলে মায় কম্পিউটার খুলে দেখুন একটি ড্রাইভ আপনার পিসিতে যুক্ত হয়ে গেছে এবার এটি ব্যবহার করতে আপনি নিজের জিমেইল পাসওয়ার্ড আইডি দিয়ে লগইন করুন Right click করে Login As ক্লিক করে।

  • এবার এরকম দেখতে পারবেন সেখানে Username এবং Password দিয়ে ড্রাইভ ওপেন করুন।

  • ওপেন হয়ে গেলে আপনি এখানে নিজের যা ইচ্ছে ফাইল ফোল্ডার রেখে দিতে পারবেন সম্পূর্ণ নিরাপদে অনলাইনে।
যদি বের হয়ে আসতে চান তাহলে Right click করে Log out ক্লিক করুন।





টিউনার:- MRN Hacker  Techtunes থেকে আনা হয়েছে

No comments:

See All Post